প্রোমো কোড কিভাবে ব্যবহার করবেন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

অনেকেই বুঝতে পারে না যে আমাদের দেওয়া টেন মিনিট স্কুলের প্রোমো কোড কিভাবে ব্যবহার করবে? অথবা আমাদের ওয়েবসাইট কিভাবে ব্যবহার করবেন? অথবা প্রোমো কোড খুঁজে পেতে অসুবিধা হয়? তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রোমো কোড ব্যবহার করতে হয়। প্রোমো কোড কোথায় পাবেন! ইত্যাদি।

তো চলুন প্রথমে দেখে নেই আমাদের দেওয়া প্রোমো কোড কাজ করে কি নাহ? অথবা এই ডিসকাউন্ট কোড ইউজ করলে কত % বা কত টাকা ছাড় পাবেন।

নিচের দেওয়া স্ক্রিনশটা দেখুন, এখানে অফিসিয়াল প্রাইস দেখাচ্ছে “১২৫০“।


এবার আমাদের দেওয়া প্রোমো কোড ব্যাবহার করা হয়েছে নিচের স্ক্রিনশটি দেখুন। প্রাইস কত দেখাচ্ছে?


আশা করি বুঝতে পেরেছেন। অফিসিয়াল প্রাইস ছিলো ১২৫০ টাকা, আমাদের দেওয়া প্রোমো কোড ব্যাবহার করায় ৯৫০ টাকা দেখাচ্ছে। অর্থাৎ ৩০০ টাকা ডিসকাউন্ট বা ২৪% ডিসকাউন্ট

প্রোমো কোড কিভাবে ব্যবহার করবেন


উপরের স্ক্রিনশট দেখুনঃ আমাদের দেওয়া প্রতিটা কোর্সের নাম বা টাইটেলের সাথে লিংক দেওয়া আছে, অর্থাৎ “Data Entry দিয়ে Freelancing” এই টাইটেলটা। এই লিংকে ক্লিক করলে কোর্স পেজে নিয়ে যাবে এবং প্রোমো কোড অটো অ্যাপ্লাইড হবে, এবং ডিসকাউন্ট প্রাইস দেখেত পারবেন। তারপর বাকি ধাপগুলো সম্পন্ন করে কোর্স কিনতে পারবেন।


অথবা “Show Code” বাটনে ক্লিক করলে পপআপ হবে এবং প্রোমো কোড দেখতে পারবেন ‘Copy‘ অপশনে ক্লিক করলে Promo Code কপি হয়ে যাবে। পাশাপাশি রিডাইরেক্ট করে আপনাকে কোর্স পেজে নিয়ে যাবে।


আমাদের দেওয়া কোর্সের লিংকে ক্লিক করলে প্রোমো কোড অটোমেটিক অ্যাপ্লাই হবে ইনশাআল্লাহ। আর যদি প্রোমো কোড অটোমেটিক অ্যাপ্লাই না হয় তাহলে “Show Code” বাটনে ক্লিক করে প্রোমো কোড কপি করে নিন।

তারপরে আপনার পছন্দের 10MinuteSchool এর অফিসিয়াল কোর্স পেজে যান।

তারপর কোর্সটি কিনুন বাটনে ক্লিক করুন।


এবার “প্রোমো কোড যোগ করুন” এই লেখাটিতে ক্লিক করুন।


তারপর আপনার কপি করা প্রোমো কোডটি এখানে পেস্ট করে দিন এবং “সাবমিট করুন” বাটনে ক্লিক করুন।


তারপর ডিসকাউন্ট প্রাইস দেখতে পারবেন। এবং “শুরু করুন” বাটনে ক্লিক করে বাকি ধাপগুলো সম্পন্ন করে কোর্স কিনতে পারবেন।


আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোন প্রশ্ন থাকে অথবা কোন কিছু জানতে চান তাহলে এই পোষ্টের নিচে কমেন্ট করুন। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দিব।

Leave a Comment